পাট শিল্প

পাট শিল্প 

  • বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প পাট। 
  • স্বাধীনতার পর ৮২টি পাটকল নিয়ে বাংলাদেশ পাটকল কর্পোরেশন গঠিত হয়। 
  • বাংলাদেশে ১৯৫১ সালে নারায়ণগঞ্জে সর্বপ্রথম পাটকল আদমজী জুট মিল স্থাপন করা হয়। এটি ছিল দেশের সর্ববৃহৎ পাটকল যা ২০০২ সালে বন্ধ হয়ে যায়। 
  • বাংলাদেশের পাটশিল্পের প্রধান তিনটি কেন্দ্র নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনা। 
  • নারায়ণগঞ্জ পাট শিল্পের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত। 
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী