স্রোতজ বনভূমি বা সুন্দরবন

স্রোতজ বনভূমি বা সুন্দরবন

  • ম্যানগ্রোভ হলো উপকূলীয় বন।
  • সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম। 
  • ম্যানগ্রোভ বনাঞ্চল নিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়।                                                                                                                                                                                                                                                    
  • অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত বনাঞ্চল সুন্দরবন। সুন্দরবন শিবসা নদীটির তীরে অবস্থিত।
  • সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কি.মি।
  • সুন্দরবন-এর ৬২% শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে। 
  • বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন ৬০১৭ বর্গকিলোমিটার বা ২৪০০ বর্গমাইল।
  • সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী হাড়িয়াভাঙ্গা।
  • বাংলাদেশের অন্তর্গত সুন্দরবন স্পর্শ করেছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী জেলা।
  • সুন্দরবনের দক্ষিণ উপকূলে 'দুবলার চর' অবস্থিত।
  • সুন্দরবনে Tiger Point অবস্থিত।
  • সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয়।
  • সুন্দরবনের প্রধান বৃক্ষ সুন্দরী, গরান ও গেওয়া। সুন্দরী উদ্ভিদের শ্বাসমূল আছে।
  • গেওয়া গাছের কাঠ হতে দিয়াশলাই এর কাঠি তৈরি হয়।
  • ধুন্দল গাছের কাঠ পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয়।
  • গরান গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়।
  • খুলনার নিউজপ্রিন্ট মিল কাঁচামাল হিসাবে গেওয়া কাঠ ব্যবহার করে।
  • খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে সুন্দরী কাঠ ব্যবহৃত হয়।
  • সুন্দরবনের সুন্দরী গাছের নামানুসারে বনের নাম হয়েছে সুন্দরবন। এ বনের অন্য একটি নাম হলো বাদাবন।
  • শুধু ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায় এমন উদ্ভিদ নিপা পাম।
  • সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত হয় পাগ-মার্ক পদ্ধতি।
  • বাংলাদেশের সুন্দরবনে মায়া হরিণ ও চিত্রা হরিণ এই ২ প্রজাতির হরিণ দেখা যায়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী