তুলা

তুলা

  • যশোর তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী জেলা।
  • ১৪ ডিসেম্বর, ১৯৭২ সালে ঢাকায় তুলা উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়।
  • তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর ফার্মগেট, ঢাকা।
  • তুলা উন্নয়ন বোর্ড কৃষি মন্ত্রণালয়ের অধীনে।
  • 'রূপালী' ও 'ডেলফোজ' উন্নত জাতের তুলার নাম।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী