পাট

পাট

  • বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল (Cash Crop) পাট।
  • পাটের জীননকশা আবিষ্কার করেন ড. মাকসুদুল আলম।
  • পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয় এবং বাংলাদেশকে ‘সোনালী আঁশের’ দেশ বলা হয়।
  • দো-আঁশ মাটি পাট চাষের জন্য সর্বাপেক্ষা উপযোগী।
  • মেছতা এক জাতীয় পাটের নাম।
  • পাট পচানোর পদ্ধতিকে রিবন রেটিং বলা হয়।
  • একটি কাঁচা পাটের গাঁইটের ওজন সাড়ে তিন মণ।
  • বাংলাদেশের ফরিদপুর জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়।
  • ১৯৭৪ সালে ফরিদপুর জেলায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
  • পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
  • ১৯৮৪ সালে আন্তর্জাতিক পাট সংস্থা (JO) প্রতিষ্ঠিত হয়।
  • JO-এর বর্তমান নাম International Jute Study Group-USG।
  • USG- এর সদর দপ্তর ফার্মগেট, ঢাকা (প্রতিষ্ঠা ২৭ এপ্রিল ২০০২)।
  • এশিয়ার সবচেয়ে বড় পাটকল ছিল আদমজী পাটকল (৩০ জুন ২০০২ থেকে বন্ধ)।
  • ২৮ মে ২০১৮ সালে জাতীয় পাট নীতি মন্ত্রীসভায় অনুমোদিত হয়।
  • Bangladesh Textile Mills Corporation-BTMC নিয়ন্ত্রণ করে পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী