ধান
ধান
- বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান।
- বাংলাদেশের কৃষি ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী।
- বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান ৩য়।
- ইরাটম হলো উন্নত জাতের ধান।
- বাংলাদেশে নওগাঁয় সবচেয়ে বেশি চালকল আছে।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয় বোরো ধান।
- উচ্চ ফলনশীল ‘হরি’ ধানের আবিষ্কারক হরিপদ কাপালী।
- বালাম বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ধান।
- ব্রিশাইল হলো একটি উন্নতমানের ধানের নাম।
- উচ্চ ফলনশীল ধান মালা ইরি।
- উত্তরাঞ্চলে ‘মঙ্গার ধান’ বলে পরিচিত ব্রি-৩৩।
- সর্বপ্রথম আমদানিকৃত ইরি-৮ উফশী ধান দেশে চালু হয়।
- বাংলাদেশে অগ্রহায়ন-পৌষ মাসে রোপা আমন ধান কাটা হয়।
- কাটারীভোগ চাল উৎপাদনের বিখ্যাত জায়গা দিনাজপুর।
- পাওয়ার থ্রেসার ধান মাড়াইয়ের মেশিনের নাম।
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী