ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অন্যতম ঐতিহাসিক ভবন ‘কার্জন হল’। বর্তমানে ভবনটিতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহার হচ্ছে।
১৯০৪ সালে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কার্জন এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শাহবাগ এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অবস্থিত। টিএসসিতে বিশ্ববিদ্যালয়ের অনেক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গড়ে উঠেছে।
টিএসসির প্রাঙ্গনে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য অবস্থিত। ভাস্কর্যটির স্থপতি শ্যামল চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে ‘মুক্তি ও গণতন্ত্র’ তোরণ অবস্থিত। তোরণটির স্থপতি রবিউল হুসাইন।