উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো

  • নিয়মিত শিক্ষা থেকে বঞ্চিত ও ঝরে পড়া শিশু, কিশোর ও বয়স্কদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ সৃষ্টি করাই উপানুষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য।
  • ১৯১৮ সালে উপমহাদেশে নৈশ বিদ্যালয়ে বয়স্ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে উপানুষ্ঠানিক শিক্ষার প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়।
  • ১৯৯১ সালে উপানুষ্ঠানিক শিক্ষাকে লক্ষ্য করে 'সমন্বিত উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম' প্রকল্প চালু হয়।
  • বিশ্বব্যাংকের উদ্যোগে এনজিওর ব্যবস্থাপনায় ২০০৫ সালে প্রাথমিক শিক্ষা থেকে ঝরে পড়া শিশুদের জন্য বিশেষ কার্যক্রম 'আনন্দ স্কুল' চালু করা হয়।
  • বাংলাদেশের নিরক্ষরতা দূরিকরণের লক্ষ্যে বিভিন্ন সাক্ষরতা আন্দোলনের পদক্ষেপ গ্রহণ করা হয়। দেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা। মাগুরার স্বাক্ষরতা আন্দোলনের নাম 'বিকশিত'।
  • এ পর্যন্ত দেশে ৭টি জেলা নিরক্ষরমুক্ত হয়েছে। যথা- মাগুরা, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, রাজশাহী, জয়পুরহাট, গাজীপুর এবং সিরাজগঞ্জ।
Reference: