জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ
- ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের পর বিশ্ব শান্তিরক্ষায় জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা মিশনে সুনামের সহিত কাজ করে আসছে।
- ১৯৮৮ সালে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী ইরাক-ইরান যুদ্ধ বিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী- UNIIMOG এ বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে বিশ্বে সুনাম অর্জন করে।
- আইভরি কোস্টে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী অবদান স্বরূপ সে দেশের একটি রাস্তার নাম দেওয়া হয় 'বাংলাদেশ স্ট্রিট' ও একটি গ্রামের নাম রাখা হয় 'রুপসি বাংলা'।
- ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনী নামিবিয়ার শান্তি মিশন UNTAG তে সর্বপ্রথম অংশ গ্রহণ করে এবং প্রথমবারের মত নারী পুলিশের টিম জাতিসংঘের শান্তি মিশনে পূর্ব তিমুরে যায়।
- ২০০৮ সালে বাংলাদেশি শান্তিরক্ষীরা লাইবেরিয়ায় 'বাংলাদেশ স্কয়ার' নামে একটি শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করেন।
- আফ্রিকার দেশ সিয়েরালিয়নে বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনী সেখানকার শিক্ষা স্বাস্থ্য নিয়ে কাজ করে। বাংলাদেশী সৈন্যদের অবদানে স্বীকৃতি স্বরূপ বাংলা ভাষাকে সিয়েরালিয়নের ২য় রাষ্ট্র ভাষার মর্যাদা দেয় সে দেশের সরকার।