গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা

গ্রাম পর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা

  • দেশে গ্রামভিত্তিক তিন স্তর (ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ) এবং শহরভিত্তিক দুই স্তর (পৌরসভা ও সিটি কর্পোরেশন) বিশিষ্ট স্থানীয় সরকার বিদ্যমান।
  • বাংলাদেশে গ্রাম সরকার গঠিত হয় ১৫ জনকে নিয়ে।
স্তরমেয়াদপ্রধান
জেলা পরিষদ৫ বছরচেয়ারম্যান
উপজেলা পরিষদ৫ বছরচেয়ারম্যান
ইউনিয়ন পরিষদ৫ বছরচেয়ারম্যান
Reference: BCS CONCISE SERIES বাংলাদেশ বিষয়াবলী