বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)

বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)

  • বাংলাদেশ রাইফেলস (বিডিআর)-এর বর্তমান নাম বর্ডার গার্ড বাংলাদেশ (BGB)। 
  • ২৩ জানুয়ারি ২০১১ সালে বিডিআর বিজিবি নামে যাত্রা শুরু করে। 
  • এর সর্বপ্রথম নাম ছিল রামগড় লোকাল ব্যাটালিয়ন।  
  • গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর স্লোগান 'সীমান্তের অতন্দ্র প্রহরী'। 
  • মুক্তিযুদ্ধে BGB-এর ৮১৭ জন সদস্য শহিদ হন। 
  • ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ সালে ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়।
Reference: