MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
সচিবালয়
সচিবালয়
সেক্রেটারিয়েট বা সচিবালয় বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার স্নায়ুকেন্দ্র স্বরূপ।
সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় ও তার বিভাগসমূহের অফিসগুলোকে যৌথভাবে সচিবালয় বলে।
কোনো মন্ত্রণালয় বা তার বিভাগগুলোর প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলো সচিব বা জ্যেষ্ঠ সচিব।
মন্ত্রণালয়ের শাখাগুলোর প্রশাসনিক দায়িত্ব উপ-সচিবের।
সচিবালয়ের সাংগঠনিক কাঠামোঃ
সচিব বা জ্যেষ্ঠ সচিব,
অতিরিক্ত সচিব,
যুগ্ম সচিব,
উপ-সচিব ও
সহকারী সচিব।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধানকে মুখ্য সচিব বলে।
Reference: