দণ্ডবিধি, ১৮৬০

দণ্ডবিধি, ১৮৬০

  • প্রথম ভারতীয় আইন কমিশন ১৮৩৪ সালে গঠিত হয়। এই আইন কমিশনই প্রথম ভারতীয় উপমহাদেশে দণ্ডবিধি (Penal Code) প্রণয়ন করে। 
  • পেনাল কোডে পাঁচ প্রকার শান্তির বিধান রয়েছে। যথা- মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড (সশ্রম/বিনাশ্রম), অর্থদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তি। 

পেনাল কোডের উল্লেখযোগ্য ধারাসমূহ- 

  • ৫৭ ধারা : যাবজ্জীবন কারাদণ্ড বলতে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডকে বুঝায়। 
  • ৮২ ধারা: ৯ বছরের কম বয়সী শিশুর কোন কাজই অপরাধ নয়। 
  • ৩০২ ধারা: খুনের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। 
  • ৩০৪ ধারা : খুন নয় এমন অপরাধজনক প্রাণহানির শান্তি যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদণ্ড এবং তদুপরি অর্থদণ্ড। 
  • ৪১৫ ধারা : প্রতারণার সংজ্ঞা। 
  • ৪১৭ ধারা : প্রতারণার জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 
  • ৫০৯ ধারা: ইভটিজিং এর সাজা এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
Reference: