বিল

বিল

  • আইনের খসড়া প্রস্তাবকে বিল বলে। বিল দুই প্রকারের হতে পারে। যথা- সরকারি বিল ও বেসরকারী বিল।
  • সরকারি বিল সংসদে উত্থাপন করেন মন্ত্রী। বেসরকারি বিল যে কোন সংসদ সদস্য উত্থাপন করেন।
  • অর্থ বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না।
  • কোনো বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা ১৫ দিন।
Reference: