২৬ মার্চ, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০ এপ্রিল, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়। এই স্বাধীনতার ঘোষণাপত্রটি বাংলাদেশের প্রথম অন্তবর্তীকালীন সংবিধান।
১৭ এপ্রিল, ১৯৭১ বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। এই ঘোষণাপত্রটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র গঠন প্রক্রিয়ার প্রথম আইনি দলিল। ঘোষণাপত্র বলে একটি গণপরিষদ গঠন করা হয়।
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ ও জাতীয় পরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে 'বাংলাদেশ গণপরিষদ' গঠিত হয়। এর সদস্য ছিল ৪০৩ জন।