COVID-19 (Corona Virus Disease of 2019)
- COVID-19 এর জন্য দায়ী জীবাণুর নাম Severe Acute Respiratory Syndrome Corona Virus-2 (SARS-CoV-2)।
- ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে এই রোগ প্রথম সনাক্ত হয়।
- ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী সনাক্ত হয়।
- ১১ মার্চ, ২০২০ জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক মহামারী (Pandemic) ঘোষণা করে।
- কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের ইনসেপটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
- করোনার ভ্যাকসিনসমূহ:
টিকার নাম | প্রতিষ্ঠান | দেশ |
Tozinameran/Comirnaty | Pfizer-BioNTech | USA/Germany |
mRNA-1273 | Moderna | USA |
Vero Cell | Sinopharm | China |
Sputnik V | Gamaleya Research Institute | Russia |
Covishield/Oxford, Astrazeneca Vaccine | Astrazeneca, University of Oxford | UK |
Janssen | Johnson & Johnson | USA |
CoronaVac | Sinovac Biotech | China |
Covaxin | Bharat Biotech | India |