EPI

EPI

✓ EPI (Expanded Programme on Immunization) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচী।

✓ ১৯৭৯ বাংলাদেশে প্রথম সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয়।

✓ EPI-এ বর্তমানে ১০টি রোগের টিকা দেওয়া হয়। যথা- যক্ষ্মা, ধনুষ্টংকার (টিটেনাস), ডিপথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম, হেপাটাইটিস-বি, মেনিনজাইটিস (হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা-বি ঘটিত), রুবেলা এবং নিউমোকক্কাল নিউমোনিয়া।

✓ ২১ মার্চ, ২০১৫ বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে যুক্ত হয় নিউমোকক্কাল নিউমোনিয়া ভ্যাকসিন।

EPI কর্মসূচিতে ব্যবহৃত টিকাসমূহ-

টিকার নামরোগ প্রতিরোধ করে
বিসিজিযক্ষ্মা
ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন)পোলিও
আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন)পোলিও
ডি.পি.টিডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার
পেন্টাভ্যালেন্টহেপাটাইটিস-বি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
হিবহিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি জনিত রোগসমূহ
পিসিভিনিউমোকক্কাল নিউমোনিয়া
এমআরহাম, রুবেলা
টিটি (টিটেনাস টক্সয়েড)ধনুষ্টংকার
Reference: