বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১২ জুন, ১৯৯৬ সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি আসন লাভ করে। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সরকার গঠনে সহায়তা করে এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
সপ্তম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু করা হয়।
১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ (রহিতকরণ) বিল, ১৯৯৬ জাতীয় সংসদে পাস হয় এবং বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শুরুর আইনি বাধা অপসারিত হয়।
সপ্তম সংসদ ১৯৯৬ সালের ১৪ জুলাই থেকে শুরু করে ৫ বছর মেয়াদকাল পূর্ণ করে। মেয়াদ শেষে আওয়ামী লীগ বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।