১৯৯০ এর গণঅভ্যুত্থান

১৯৯০ এর গণঅভ্যুত্থান

  • ১৯৮৭ সালের ১০ নভেম্বর রাষ্ট্রপতি হুসেন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারী সরকারের পদত্যাগ এবং নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে 'ঢাকা অবরোধ' কর্মসূচি পালিত হয়।
  • ১০ নভেম্বরের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় একটি মিছিলে যুবলীগ কর্মী নূর হোসেন অংশ নেন এবং প্রতিবাদ হিসেবে বুকে পিঠে লিখে নেন 'স্বৈরাচারী নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক"।
  • মিছিলটি ঢাকা জিপিও-র সামনে জিরো পয়েন্টের কাছাকাছি আসলে পুলিশবাহিনীর গুলিতে নূর হোসেনসহ তিনজন আন্দোলনকারী নিহত হন।
  • প্রতি বছর ১০ নভেম্বর দিনটি 'নূর হোসেন দিবস' হিসেবে পালিত হয়।
  • ১৯৯০ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নেতা ড. শামসুল আলম মিলন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলে এরশাদ বিরোধী আন্দোলন চরম রূপ নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারের পতন হয়।
  • এরশাদের পতনের পর বিচারপতি সাহাবুদ্দীন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে নিযুক্ত হন।
  • বিচারপতি সাহাবুদ্দীন ছিলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা।
Reference: