সংবিধানের অষ্টম সংশোধন আইন
- ১৯৮৮ সালের ৭ জুন সংবিধানের অষ্টম সংশোধন আইন, ১৯৮৮ জাতীয় সংসদে গৃহীত হয়।
- এই সংশোধনী আইনবলে ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে ঘোষিত হয়।
- সংবিধানের ৫ অনুচ্ছেদে Dacca শব্দটি পরিবর্তন করে Dhaka এবং Bengali শব্দটি পরিবর্তন করে Bangla করা হয়।
- ঢাকার বাইরে হাইকোর্টের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।