সংবিধান প্রণয়ন

সংবিধান প্রণয়ন

  • সংবিধান প্রণয়ন গণপরিষদের একমাত্র কাজ ছিল।
  • ১৯৭২ সালের ১০ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে সংবিধান প্রণয়নে খসড়া কমিটি গঠন করা হয়।
  • ড. কামাল হোসেন এই কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন, কমিটির সদস্য সংখ্যা ছিল ৩৪ জন।
  • বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু।
  • ১৪ নভেম্বর, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। এজন্য ৪ নভেম্বরকে বাংলাদেশের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়।
  • বাংলাদেশ সংবিধানে ১টি প্রস্তাবনা ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ এবং ৭টি তফসিল রয়েছে।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • চারটি আদর্শকে অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ও ধর্মনিরপেক্ষতাকে ১৯৭২ সালের সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
  • ১৯৭৩ সালে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয়। 
  • বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য ছিল ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। 
Reference: