শান্তি কমিটি

শান্তি কমিটি

  • ৪ এপ্রিল ১৯৭১ সালে নূরুল আমিন, খাজা খয়ের উদ্দীন ও জামাতে ইসলামের গোলাম আজম টিক্কা খানের সাথে দেখা করে শান্তি কমিটি গঠনের পরামর্শ দেয়। 
  • শান্তি কমিটি স্বাধীনতা বিরোধী প্রথম সংগঠন। খাজা খয়ের উদ্দীন শান্তি কমিটির আহ্বায়ক ছিল। 
  •  জামায়তের সাবেক আমীর যুদ্ধাপরাধী গোলাম আজম ও মৌলভি ফরিদ শান্তি কমিটির সদস্য ছিল।
Reference: