প্রথম জাতীয় পতাকা উত্তোলন
- ২রা মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পতাকা উত্তোলন করেন।
- ৩রা মার্চ পল্টন ময়দানে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইশতেহার পাঠ করে এবং তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধিতে ভূষিত করেন।
- ২৩শে মার্চ পাকিস্তানের জাতীয় দিবস আওয়ামী লীগ প্রতিরোধ দিবস হিসেবে পালন করে। এদিন বঙ্গবন্ধু তার ধানমন্ডির ৩২নং বাসবভনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং দেশের সর্বত্র লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
- ২ মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করা হয়।