উল্লেখযোগ্য বারো ভূঁইয়া
বারো ভূঁইয়া | শাসিত অঞ্চল |
ঈসা খান, মুসা খান | ঢাকা জেলার অর্ধাংশ, প্রায় সমগ্র ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ। |
কেদার রায় | শ্রীপুর (বিক্রমপুর, মুন্সীগঞ্জ) |
বাহাদুর গাজি | ময়মনসিংহ |
সোনা গাজি | সরাইল (ত্রিপুরার উত্তর সীমায়) |
ওসমান খান | বোকাইনগর (সিলেট) |
বীর হামির | বিষ্ণুপুর (বাকুড়া) |
লক্ষণ মাণিক্য | ভুলুয়া (নোয়াখালী) |
পরমানন্দ রায় | চন্দ্রদ্বীপ (বরিশাল) |
বিনোদ রায়, মধু রায় | চান্দপ্রতাপ (মানিকগঞ্জ) |
মুকুন্দরাম, সত্রজিৎ | ভূষণা (ফরিদপুর) |
রাজা কন্দর্পনারায়ণ, রামচন্দ্র | বরিশাল জেলার অংশবিশেষ |