পানি এবং বায়ু (অক্সিজেন) এর সংস্পর্শে সাধারণ লোহায় মরিচা পড়ে। মরিচা খুব সম্ভবত স্বল্প ফেরাস কার্বনেটসহ আর্দ্র ফেরিক অক্সাইড ।
মরিচা নিবারণের উপায়ঃ
মরিচা ⇒ Fe2O3. nH2O + স্বল্প FeCO3
ক) গ্যালভানাইজিং (Galvanizing) : লোহাকে বিগলিত জিংকের মধ্যে ডুবিয়ে তার উপর জিংকের প্রলেপ দেয়ার প্রক্রিয়াকে গ্যালভানাইজিং বলে ।
খ) ইলেকট্রোপ্লেটিং (Electroplating) : ধাতুর তৈরি জিনিসপত্রের ক্ষয় রোধের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর পাতলা প্রলেপ দেয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। সাধারণত পার্থক্য সৃষ্টির জন্য অথবা ক্ষয় রোধ করার জন্য একটি সক্রিয় ধাতুকে কম সক্রিয় ধাতু (যেমন: নিকেল, ক্রোমিয়াম, সিলভার প্রভৃতি) দ্বারা প্রলেপ দেওয়া হয় । নিকেল বা ক্রোমিয়াম প্রলেপযুক্ত হওয়ার পর লোহা বাতাসের সংস্পর্শে আসে না, ফলে মরিচা ধরে না। ঘড়ির চেইন রূপার মত উজ্জ্বল দেখায়, কারণ লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দেয়া থাকে ।
গ) স্টেইনলেস স্টিল (Stainless Steel) : এটি লোহার একটি সংকর ধাতু। সংযুক্তি : লোহা (Fe)- ৭৩% + ক্রোমিয়াম (Cr) ১৮% + নিকেল (Ni)- ৮% + কার্বন (C)- ১% । নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতির জন্য স্টেইনলেস স্টীলে মরিচা পড়ে না।