ক্ষার ধাতু (Alkali metals) : যে সকল ধাতু পানির সঙ্গে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে, তাকে ক্ষার ধাতু বলে । ক্ষার ধাতুগুলোর নাম লিথিয়াম, সোডিয়াম, পটাসিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। ক্ষারধাতু সর্বদাই একযোজী ধনাত্মক আয়ন সৃষ্টি করে। পর্যায় সারণিতে ক্ষার ধাতুগুলোর অবস্থান IA গ্রুপে । পর্যায় সারণীর IA গ্রুপের মৌলসমূহ (মনে রাখার সহজ কৌশল):
হা - H (হাইড্রোজেন)
লি - Li (লিথিয়াম)
না - Na (সোডিয়াম)
কে - K (পটাসিয়াম)
রুবি- Rb (রুবিডিয়াম)
সাজাবে-Cs (সিজিয়াম)
ফ্রান্সে- Fr (ফ্র্যান্সিয়াম)