একনজরে Network Device সমূহ:
- Modem: ডিজিটাল সংকেতকে এনালগে এবং এনালগ সংকেতকে ডিজিটালে রূপান্তরিত করে।
- Repeater: সিগনালকে আরো শক্তিশালী করতে ও অধিক দূরত্বে প্রেরণের জন্য ব্যবহৃত হয়।
- Hub: বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে এমন নেটওয়ার্ক তৈরি করে যাতে হাবে প্রেরিত সংকেত সকল ডিভাইসে পৌঁছায়।
- Switch: বিভিন্ন ডিভাইসকে যুক্ত করে এমন নেটওয়ার্ক তৈরি করে যাতে সুইচে প্রেরিত সংকেত শুধুমাত্র টার্গেট ডিভাইসে পৌঁছায়।
- Router: বিভিন্ন নেটওয়ার্ককে একত্রে যুক্ত করে।
- Gateway: ভিন্ন প্রটোকলভুক্ত একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে।
- Bridge: একই প্রটোকলভুক্ত একাধিক নেটওয়ার্ককে যুক্ত করে।