Modem
Modem
- Modem শব্দটি Modulator Demodulator শব্দদ্বয়ের সংক্ষিপ্ত রূপ।
- কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে মডেম ব্যবহৃত হয়।
- মডেম একটি কনভারশন টুল যা ডিজিটাল সিগনালকে এনালগে ও এনালগ সিগনালকে ডিজিটালে রূপান্তর করে।
- মডেম এর মধ্যে থাকে একটি মডুলেটর (Modulator) এবং ডিমডুলেটর (Demodulator)
- (i) মডুলেটর: ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে।
- (ii) ডিমডুলেটর: অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে।
- ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগন্যালে এবং এনালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করার এই প্রক্রিয়াকে ডায়াল আপ (Dial Up) কমিউনিকেশন সিস্টেমও বলে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি