হাইব্রিড টপোলজি
হাইব্রিড টপোলজি
- স্টার, বিং, বাস ইত্যাদি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলে।
- উদাহরণ: ইন্টারনেট। কেননা এতে প্রায় সব ধরনের টপোলজির নেটওয়ার্কই সংযুক্ত আছে।
- কোনো নোড অচল হলেও নেটওয়ার্ক আংশিক সচল থাকতে পারে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি