বাস টপোলজি

বাস টপোলজি

  • নেটওয়ার্কের সকল কম্পিউটার একটি ক্যাবল দ্বারা সংযুক্ত এবং ক্যাবলের প্রত্যেক প্রান্তে যাকে একটি টার্মিনাল, এ ধরনের সংগঠনকে বলে বাস টপোলজি। 
  • সকল কম্পিউটার একটি মূল তারের সাথে সংযুক্ত থাকে। প্রধান ক্যাবলটিকে Backbone/Bus বলা হয়। 
  • রিপিটার ব্যবহার করে নেটওয়ার্কের ব্যাকবোন সম্প্রসারণ করা যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি