Database Management System

ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম-DBMS

✓ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেস তৈরি, পরিবর্তন, সংরক্ষণ, নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হয়।

✓ আদমশুমারি, ভোটার তালিকা, ভূমি জরিপ, পরিসংখ্যান ব্যুরো ইত্যাদি দপ্তরগুলোর বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনার কাজ ডেটাবেস প্রোগ্রামের সাহায্যে নির্ভুলভাবে সম্পাদন এবং সংরক্ষণ করা যায়।

✓ একটি রিলেশনাল ডেটাবেস মডেলে Tables দ্বারা Relation প্রকাশ করা হয়।

✓ ডেটাবেস টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে ইনডেক্সিং বলা হয়।

✓ বিভিন্ন ধরনের ডাটাবেজ থাকলেও বর্তমানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক জনপ্রিয়। যেমন: MySQL, Oracle, Microsoft SQL Server ইত্যাদি।

✓ কয়েকটি জনপ্রিয় Open Source DBMS হলো 

  • MySQL, 
  • PostgreSQL, 
  • MariaDB, 
  • MongoDB, 
  • SQLite ইত্যাদি।

✓ কয়েকটি জনপ্রিয় Closed Source DBMS হলো 

  • Oracle, 
  • Microsoft 
  • SQL Server, 
  • Microsoft Access ইত্যাদি।

✓ গুরুত্বপূর্ণ কিছু ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার:

  • Microsoft Access, 
  • Microsoft SQL Server, 
  • Oracle, 
  • MySQL, 
  • Lotus Approach, 
  • dbase, 
  • Foxpro, 
  • File Maker Pro, 
  • 4D, 
  • IBM DB-2, 
  • PostgreSQL, 
  • Mongo DB
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি