এক্সেল এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশন ও ব্যবহার:
ফাংশন | ব্যবহার |
SUM | এক্সেল এর সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশন। এ সূত্রের মাধ্যমে কোন নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করা হয়। Sum ফাংশন ব্যবহারের নিয়ম:= sum(range) বা sum(A1:A20) |
AVERAGE | কোন নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাসমূহের গড় নির্ণয় করা হয়। |
MAX | সর্ববৃহৎ সংখ্যা নির্ণয় করা হয়। |
MIN | সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করা হয়। |
COUNT | একটি নির্দিষ্ট রেঞ্জের সেলে কয়টিতে সংখ্যা আছে তা গণনা করতে ব্যবহৃত হয়। সংখ্যা ছাড়া অন্য কোন এন্ট্রি গণনা করে না। |
COUNTA | একটি নির্দিষ্ট রেঞ্জের সেলে কয়টিতে নাম্বার বা টেক্সট আছে সেটা গণনা করে। অর্থাৎ খালি নয় (non-empty) সেলগুলোকে গণনা করে। |
PRODUCT | নির্দিষ্ট রেঞ্জের সেলের সংখ্যাগুলোর গুণফল নির্ণয় করে। |
ABS | কোন সংখ্যার পরমমান নির্ণয় করে। |
SQRT | কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করে। |
MOD | ভাগশেষ নির্ণয় করে। |
LEN | একটি শব্দে কয়টি বর্ণ আছে তা গণনা করে। |
IF | IF একটি লজিক্যাল ফাংশন। কোন কিছুর উপর শর্তারোপ করে তার ভিত্তিতে ভিন্ন ফলাফল প্রদর্শন করতে IF ফাংশন ব্যবহৃত হয়। <br> IF ফাংশন ব্যবহারের নিয়ম: IF(Condition, A, B) যেখানে Condition সত্য হলে ফলাফল হবে A এবং মিথ্যা হলে ফলাফল হবে B. |