কলাম

কলাম (Column)

  • ওয়ার্কশিটের উলম্ব রেখা অর্থাৎ উপর থেকে নিচের দিকের ঘরকে বলা হয় কলাম। কলামকে A, B, C......... দ্বারা চিহ্নিত করা হয়।
  • Excel এর পুরাতন ফরম্যাট .xls এ মোট কলামের সংখ্যা ছিল 2^8 বা 256টি। নতুন ফরম্যাট .xlsx এ মোট কলামের সংখ্যা 2^14 বা 16,384টি। নতুন ফরম্যাটে কলাম সংখ্যা A থেকে XFD পর্যন্ত হতে পারে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি