ওয়ার্কশিট

ওয়ার্কশিট (Worksheet)

  • Excel এর সুবিশাল পাতার যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে।
  • একটি স্প্রেডশিট উলম্ব এবং অনুভূমিকভাবে অনেকগুলো রেখার সাহায্যে ভাগ করা থাকে। উলম্ব রেখার সাহায্যে যে ভাগ করা হয় তাকে বলা হয় কলাম (Column) এবং অনুভূমিক রেখার সাহায্যে যে ভাগগুলো করা হয় তাকে বলা হয় সারি (Row)।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি