ক্লিপবোর্ড
ক্লিপবোর্ড
- ক্লিপবোর্ড র্যামের একটি অংশ যেখানে কোনো ডেটা অন্য কোনো স্থানে পেস্ট করার পূর্বে অস্থায়ীভাবে জমা থাকে।
- ক্লিপবোর্ড কমান্ড তিনটি। যথা- Cut, Copy এবং Paste.
1. Cut:
- Cut করার অর্থ সিলেক্ট করা অবজেক্টকে অন্য জায়গায় পেস্ট করার উদ্দেশ্যে মুছে ফেলা।
- Cut বা Copy কমান্ড দিয়ে যখন কোনো টেক্সট, ইমেজ বা অন্য কোনো অবজেক্ট সিলেক্ট করা হয় তখন তা ক্লিপবোর্ডে জমা থাকে।
- কীবোর্ডের Backspace কী চাপলে বাম দিকের একটি করে অক্ষর মুছতে থাকবে এবং Delete কী চাপলে ডান দিকের একটি করে অক্ষর মুছতে থাকবে।
- Cut করার Shortcut Command হলো CTRL + X.
2. Copy:
- ডকুমেন্টের কোনো লেখা বা চিত্র যথাস্থানে রেখে অন্য স্থানে তার আর একটি অনুলিপি তৈরিই হচ্ছে কপি।
- Copy করার Shortcut Command হলো CTRL + C.
3. Paste:
- প্রথমে লেখা বা চিত্র কপি বা কাট করে নিতে হয়। এরপর Edit মেনু > Paste বাটনে ক্লিক করে পেস্ট করতে হয়।
- Paste করার Shortcut Command হলো CTRL + V.
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি