পেজ অরিয়েন্টেশন

পেজ অরিয়েন্টেশন (Page Orientation)

  • Portrait: লম্বালম্বিভাবে (পেজের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে বেশি হবে) উপস্থাপন করে। কোন ডকুমেন্ট প্রিন্ট করলে ডিফল্ট হিসেবে Portrait আকারে প্রিন্ট হয়।
  • Landscape: আড়াআড়িভাবে (পেজের প্রন্থ দৈর্ঘ্যের চেয়ে বেশি হলে) উপস্থাপন করে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি