প্যারাগ্রাফ

প্যারাগ্রাফ

  • সাধারণত কতগুলো লাইন বা Sentence মিলে একটি প্যারাগ্রাফ তৈরি হয়। কিন্তু MS Word এ একটি Sentence এমনকি একটি বা কয়েকটি Word টাইপ করার পর Enter চাপলে MS Word তাকে নতুন Paragraph হিসেবে ধরে নেয়।
  • প্যারাগ্রাফের টেক্সট অ্যালাইনমেন্ট চার ধরনের। যথা- 
  • ১. Left Alignment: টেক্সটের বামদিক সমান হয় ও ডানদিকে অসমান হয়। 
  • ২. Right Alignment: টেক্সটের ডানদিক সমান হয় ও বামদিকে অসমান হয়। 
  • ৩. Center Alignment: টেক্সট মাঝে অবস্থান করে এবং ডানে ও বামে সমান জায়গা ফাঁকা থাকে। 
  • ৪. Justify Alignment: টেক্সটের ডান ও বাম দুইদিক সমান হয়ে যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি