দ্বিতীয় প্রজন্মের ভাষা: অ্যাসেম্বলি ভাষা (১৯৫০)
- দ্বিতীয় প্রজন্মের ভাষ্য বিভিন্ন সংকেত সহযোগে গঠিত বিধায় একে সাংকেতিক ভাষাও বলা হয়।
- সাংকেতিক ভাষার ক্ষেত্রে নির্দেশ বা তথ্যের ঠিকানা সংকেতের সাহায্যে দেওয়া হয় এবং এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড বা নেমোনিক।
- প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলারের প্রয়োজন।