প্রথম প্রজন্মের ভাষা

প্রথম প্রজন্মের ভাষা: যান্ত্রিক ভাষা (১৯৪০)

  • কম্পিউটারের নিজস্ব ভাষা হলো- মেশিন ভাষা।
  • অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিনের ভাষায় পরিণত করে নেয়।
  • মেশিনের ভাষায় প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন ও সময়সাপেক্ষ। এই ভাষায় ডিবাগ করা কষ্টসাধ্য।
  • এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না।
  • Machine Language এ সবকিছু বাইনারি কোডে লেখা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি