ডিজাইন সফটওয়্যার
ডিজাইন সফটওয়্যার
- বিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরি করার জন্য গ্রাফিক্স (Graphics) সফটওয়্যার ব্যবহার করা হয়।
- Adobe Photoshop এবং Corel DRAW দুটি উল্লেখযোগ্য গ্রাফিক্স সফটওয়্যার।
- বিভিন্ন কার্টুন, থ্রিডি অবজেক্ট তৈরি করার জন্য অটোডেস্ক থ্রিডি ম্যাক্স (Auto Desk 3D Max), মায়া (Maya) ইত্যাদি ব্যবহার করা হয়।
- CAD-এর পূর্ণরূপ হলো Computer Aided Design/ Drafting
- নকশা বা ডিজাইনের জন্য CAD ব্যবহার করা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি