অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম (OS)

  • অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর সাথে হার্ডওয়্যার ও অন্যান্য সফটওয়্যারের যোগাযোগ স্থাপন করে।
  • ১৯৫১ সালে মেইনফ্রেম কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম প্রথমবারের মতো তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রের জেনারেল মটর রিসার্চ ল্যাবরেটরি IBM কর্পোরেশনের জন্য এটি তৈরি করে।
  • অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার Boot করতে পারেনা।
  • ১৯৭১ সালে পিসিতে CP/M নামক অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়।
  • স্টার্ট আপ ডিস্ক: কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম থাকে, তাকে স্টার্ট আপ ডিস্ক বলে।
  • অপারেটিং সিস্টেম এর উদাহরণ: DOS, Windows, Unix, Linux, MacOS, Solaries. Android, Apple iOS ইত্যাদি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি