পাতলা গোলাকার ধাতব পাতের সমন্বয়ে গঠিত সহায়ক মেমোরি।
ধাতব পাতের উভয়পৃষ্ঠে চুম্বকীয় পদার্থ ফেরিক অক্সাইডের প্রলেপ থাকে।
প্রত্যেকটি পাতের পৃষ্ঠে অনেকগুলো এককেন্দ্রিক বৃত্ত থাকে, তাকে ট্রাক বলে। এই ট্রাকেই ডেটা সংরক্ষণ করা হয়।
প্রতিটি ট্রাককে কয়েকটি সেক্টরে ভাগ করা হয়। প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা ৫১২ বাইট।
গিগাবাইট, টেরাবাইট এককে হার্ড ডিস্কের ধারণক্ষমতা নির্ণয় করা হয়।
বিশ্বের হার্ডডিস্ক ড্রাইভ তৈরির প্রতিষ্ঠানগুলোর মাঝে Toshiba, Seagate বিখ্যাত।
উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেকেন্ডারি মেমোরি হার্ডডিস্কের কিছু স্পেসকে প্রসেসিং এর কাজে ব্যবহার করে যাকে ভার্চুয়াল মেমোরি বলে। ভার্চুয়াল মেমোরি RAM এর সাথে সংযুক্ত থাকে। হার্ডডিস্ক ব্য ফ্লপি ডিস্কের বিকল্প হিসেবে এই মেমোরি ব্যবহার হয়।
Access Time সবচেয়ে কম অর্থাৎ, দ্রুতগামী মেমোরি Registers।