ROM

ROM

  • ROM-এর পূর্ণরূপ Read Only Memory
  • ROM স্থায়ীভাবে ডাটা ও নির্দেশ সংরক্ষণের জন্য উপযোগী।
  • এতে তথ্য সংযোজন, সংশোধন বা পরিবর্তন করা যায় না।
  • বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে ROM এর তথ্য মুছে যায় না।
  • কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি।
  • Read করা যায়, কিন্তু Write করা যায়না।
  • ROM বিভিন্ন বকম হতে পারে। যেমন-
    1. MROM Mask Read Only Memory
    2. PROM Programmable Read Only Memory। অস্থিতিশীল ও মাত্র একবার লেখা যায়।
    3. EPROM Erasable Programmable Read Only Memory। প্রোগ্রাম করা যায় এবং প্রয়োজনে মুছে ফেলা যায়।
    4. EEPROM - Electrically Erasable PROM। পেনড্রাইভে EEPROM ব্যবহার হয়।
    5. EAPROM - Electrically Alterable PROM
Reference: