MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
লেজার প্রিন্টার
লেজার প্রিন্টার
সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম।
লেজার প্রিন্টারের সাহায্যে ইলেকট্রো স্ট্যাটিক চার্জের মাধ্যমে কাগজে উল্টো করে লেখা বা ইমেজ ছাপানো হয়।
কার্বন কণা বা গুঁড়ো কালি লেজার প্রিন্টারের 'টোনারে' সংরক্ষিত থাকে।
প্রিন্টারের গতি PPM (Pages Per Minute) এককে প্রকাশ করা হয়।
লেজার প্রিন্টারকে পেজ প্রিন্টার ও বলা হয়।
উদাহরণ: HP Laserjet, Canon LBP 3500 ইত্যাদি।
Reference: