সিরিয়াল প্রিন্টার

সিরিয়াল প্রিন্টার

  • প্রতিবারে একটি করে বর্ণ প্রিন্ট করে।
  • ২ প্রকার। যথা:
  1. ডট ম্যাট্রিক্স এবং
  2. ডেইজি হুইল প্রিন্টার

ডট ম্যাট্রিক্স প্রিন্টার

  • আয়তাকারে সাজানো কতগুলো বিন্দুকে ডট ম্যাট্রিক্স বলে।
  • এর গতি পরিমাপক একক CPS (Character Per Second)

ডেইজি হুইল প্রিন্টার

  • ডেইজি হুইল প্রিন্টারে চ্যাপ্টা আকারের চাকা থাকে যাতে অনেকগুলো স্পোক (যা দেখতে সাইকেলের স্পোকের মত) লাগানো থাকে। স্পোকগুলোসহ চাকাকে একটি 'ডেইজি ফুল' এর মত দেখায়। এ জন্য এ ধরনের প্রিন্টারকে 'ডেইজি হুইল প্রিন্টার' বলে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি