মনিটরের বৈশিষ্ট্য

মনিটরের বৈশিষ্ট্য

ডট পিচ (Dot Pitch)

  • রঙিন মনিটরের পর্দার ভিতরের পিঠ লাল, সবুজ ও আসমানি এই তিনটি মৌলিক বর্ণের ফসফর দানার সম্মিলনে গঠিত অসংখ্য ফসফর বিন্দুত্রয় (Dot triad) দ্বারা আচ্ছাদিত থাকে।
  • পাশাপাশি দুটি বিন্দুত্রয়ীর একই বর্ণের দুটো ফসফর বিন্দুত্রয়ীর কোনাকোনি দূরত্বকে ইংরেজিতে 'ডট পিচ' বলা হয়।
  • ডট পিচ যত কম হবে অর্থাৎ ফসফর বিন্দুত্রয়ী (Dot triad) পরস্পরের সাপেক্ষে যত কাছাকাছি থাকবে, পর্দায় প্রদর্শিত চিত্র তত পরিষ্কার ও সুস্পষ্ট হবে।
  • ডট পিচকে মিলিমিটার এককে প্রকাশ করা হয়।

পিক্সেল (Pixel)

  • কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
  • পিক্সেল শব্দটি ইংরেজি Picture Element এর সংক্ষিপ্ত রূপ।
  • পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (যেমন: মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা যার বর্ণ এবং উজ্জ্বলতা স্বাতন্ত্র্যভাবে নিয়ন্ত্রণ করা যায়।

রেজল্যুশন (Resolution)

  • ডিসপ্লে পর্দা বা স্ক্রিনে প্রদর্শিত ছবির সূক্ষ্মতা (Sharpness) কে রেজল্যুশন বলে। [City Bank (PO)-11]
  • স্ক্রিনের প্রতি ইঞ্চিতে যত বেশি পিক্সেল থাকবে ছবি তত বেশি সূক্ষ্ম হবে।
  • রেজল্যুশন = (Vertical Pixel) x (Horizontal Pixel)

রিফ্রেস রেট (Refresh Rate)

  • রিফ্রেস রেট হলো পিক্সেলের উজ্জ্বলতা ঠিক রাখার জন্য প্রতি সেকেন্ডে পিক্সেলগুলো কতবার রিচার্জ হয় তার সংখ্যা। [City Bank (PO)-11]
  • Refresh rate যত বেশি হবে ইমেজ স্ক্রিনে তত বেশি দৃঢ় দেখাবে।
  • Refresh rate কে হার্টজ এককে প্রকাশ করা হয়।
Reference: