CRT মনিটর
✓ CRT এর পূর্ণরূপ- Cathode Ray Tube.
✓ সাদাকালো CRT মনিটরে একটি ইলেকট্রন গান থাকে।
✓ রঙিন মনিটরে তিনটি মৌলিক রঙ (লাল, সবুজ, আসমানি বা RGB) প্রদর্শনের জন্য তিনটি ইলেক্ট্রন গান থাকে।
✓ এ ধরনের মনিটরে ডিসপ্লে কম উজ্জ্বল হয়ে থাকে। আকারে অপেক্ষাকৃত বড় এবং বিদ্যুৎ খরচ বেশি হয়।