MakeMCQ
Blog
Teacher
MakeMCQ
Home
Teacher
ওয়াই-ফাই (Wi-Fi)
ওয়াই-ফাই (Wi-Fi)
Wi-Fi এর পূর্ণরূপ- Wireless Fidelity।
রেডিও ওয়েভ ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
প্রচলিত Wifi local area network এর রেঞ্জ ৩০মিটার।
এতে Half duplex মোড ব্যবহার করা হয়।
WiMAX এর চেয়ে অপেক্ষাকৃত ধীরগতির।
Wi-Fi IEEE 802.11 স্ট্যান্ডার্ড মেনে চলে।
Wi-Fi ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
Wi-Fi এর বিস্তৃতি ৩০ মি. থেকে ২০০ মি. পর্যন্ত হয়ে থাকে।
Reference: