ওয়াই-ফাই (Wi-Fi)

ওয়াই-ফাই (Wi-Fi)

  • Wi-Fi এর পূর্ণরূপ- Wireless Fidelity।
  • রেডিও ওয়েভ ব্যবহার করে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ইন্টারনেট সেবা প্রদান করে।
  • প্রচলিত Wifi local area network এর রেঞ্জ ৩০মিটার।
  • এতে Half duplex মোড ব্যবহার করা হয়।
  • WiMAX এর চেয়ে অপেক্ষাকৃত ধীরগতির।
  • Wi-Fi IEEE 802.11 স্ট্যান্ডার্ড মেনে চলে।
  • Wi-Fi ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়।
  • Wi-Fi এর বিস্তৃতি ৩০ মি. থেকে ২০০ মি. পর্যন্ত হয়ে থাকে।
Reference: