স্যাটেলাইট (Satellite)

স্যাটেলাইট (Satellite)

  • মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থার প্রধান অসুবিধা হলো ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোন বাধা থাকতে পারবে না। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই অসুবিধা দূর করা সম্ভব।  
  • ভূমিতে স্থাপিত V-SAT (Very Small Aperture Terminal) কে একটি নির্দিষ্ট দিকে আকাশমুখী করে স্থাপন করা হয় যেন তা স্যাটেলাইটে যোগাযোগ করতে পারে।
  • কৃত্রিম উপগ্রহগুলো ভূ-পৃষ্ঠ থেকে ৩৬০০০ কিলোমিটার উর্ধ্বে Geostationary কক্ষে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
  • রাডার, স্যাটেলাইট কমিউনিকেশনে মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়।

 

Reference: