অবলোহিত রশ্মি (Infrared Wave)

অবলোহিত রশ্মি (Infrared Wave)

  • খুব কাছাকাছি অবস্থিত দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়।
  • সূর্য হতে যে বিকীর্ণ তাপ আসে তা অবলোহিত রশ্মি।
  • TV remote এর carrier frequency- Infrared range এর।
  • উদাহরণ: টেলিভিশন, ভিসিআর এ ব্যবহৃত রিমোট কন্ট্রোলে, বিভিন্ন ডিভাইস যেমন, কীবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহার হয়।
Reference: