পঞ্চম প্রজন্ম

পঞ্চম প্রজন্ম

  • বিশ্বে সর্বপ্রথম 5G নেটওয়ার্ক চালু করে দক্ষিণ কোরিয়া।
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে পুরো দেশে SG নেটওয়ার্ক নিশ্চিত করে বাহরাইন।
  • বাংলাদেশে ১২ ডিসেম্বর, ২০২১ সালে কিছু জায়গায় 5G চালু হয়। তবে বর্তমানে SG এর সম্প্রসারণ বন্ধ রয়েছে।
  • এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক WWWW (World Wide Wireless Web) নামে পরিচিত।
  • ডেটা ট্রান্সমিশন রেট হবে ১ থেকে ১০ গিগাবাইট/সেকেন্ড।
Reference: